খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার লিমুছড়ি শান্তিপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাহাড়ি ও বাঙালি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ০২ সেপ্টেম্বর (মঙ্গলবার) মহালছড়ি সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ সামিউল সানি শিক্ষার্থীদের হাতে বই ও চারা তুলে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় মেজর সামিউল সানি বলেন,শিক্ষা এবং সবুজ প্রকৃতির সমন্বয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। পাহাড়ি-বাঙালি সব শিক্ষার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে সেনাবাহিনী সবসময় পাশে রয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এই উদ্যোগে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও আগ্রহী হবে এবং পরিবেশবান্ধব কার্যক্রমেও উৎসাহিত হবে।
অনুষ্ঠানে প্রায় ৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী ও ফলজ-বনজ গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয় অভিভাবকরা সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই উদ্যোগে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন উপস্থিত সকলে।