জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতি, কাপ্তাই এর আয়োজনে ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার বিকেলে কাপ্তাই উপজেলা সদর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনের ক্রিকেট খেলার চুড়ান্ত প্রতিযোগিতায় কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় রানার্সআপ হন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার করেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক।
উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু এর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিদর্শন বড়ুয়া প্রমুখ। এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ১১ জানুয়ারি হতে শুরু হওয়া এই প্রতিযোগিতায় কাপ্তাইয়ের ১৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ২ শতাধিক প্রতিযোগী অ্যাথলেটিক্স, ভলিভল, ব্যাটমিন্টন, ক্রিকেট, টেবিল টেনিস খেলায় অংশ নেন।