রাঙামাটির লংগদুতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লংগদু উপজেলা শাখার উদ্যোগে মাইনি ইউনিয়ন পরিষদে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আহ্বায়ক ওয়াহিদুজ্জামান রোমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সংগঠক কলিন্স চাকমা, মোহাম্মদ মামুন ও মোহাম্মদ জিসান। এছাড়াও উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজ শাখার সদস্য সচিব রবিউল আওয়াল এবং লংগদু উপজেলা শাখার সদস্য সচিব আকিব উদ্দিন সাগর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লংগদু উপজেলা শাখার সদস্য সচিব আকিব উদ্দিন সাগর এবং সভাপতিত্ব করেন লংগদু উপজেলা আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ সরকার।
এসময় বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই চেতনা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে এবং আগামী দিনে ন্যায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকতে হবে।