
জসিমের গ্রামের বাড়ি বাঘাইছড়ি উপজেলার বটতলী এলাকায়। ছাত্র জীবনেই সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ছিলেন। তার পরিবারপরিজন এ অকাল মৃত্যু কোন ভাবেই মেনে নিতে পারছেন না। এদিকে ছাত্রনেতা জসিমের অকাল মৃত্যুর সংবাদ গোটা রাঙামাটি ছড়িয়ে পড়লে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে বিএনপি পরিবারের ঢল নামে। জসিমের মৃত্যুতে ছড়িয়ে পড়ে শোকের ছায়া।
জসিমের মৃত্যুর সংবাদ শুনে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনসহ জেলা বিএনপি অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ নিহত জসিমের নামাজের জানাযায় অংশ গ্রহন করে। অপর দিকে ছাত্র নেতা জসিমের মৃত্যুর সংবাদ গোটা রাঙামাটি শহরে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ এ অকাল মৃত্যু মেনে নিতে পারছেনা। সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।
জসিমের মৃত্যুর খবর পেয়ে শোকবার্তা দিয়েছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্চলর ভিসি মতিয়ার রহমান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদ এবং কর্মকর্তা-কর্মচারি পরিষদ, ছাত্র-ছাত্রীবৃন্দ। বিভিন্ন ছাত্র সংগঠন ও শোকবার্তা দিয়েছেন। তার অকাল মৃত্যৃতে শোক প্রকাশ করেছেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও সাধারণ সম্পাদক এম.কামাল উদ্দিন