রাঙামাটিতে ট্রাক সিএনজি মূখোমূখি সংর্ঘষে সিএনজি অটোরিকশা চালক মারাত্বক ভাবে আহত হয়।
রবিবার রাত সাড়ে ৮ টায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শহরের প্রধান সড়ক রাঙামাটি পাবলিক হেলথ এর সামনে সিএনজির সাথে ট্রাকের সাথে মূখোমূখি সংঘর্ষে সিএনজি চালক মাথায় প্রচন্ড আঘাত পান।
স্থানীয়রা তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন। আহত সিএনজি চালকের নাম মোঃ নুরুল আলম(৫০)। তার বাড়ি শহরের তবলছড়ি এলাকার মাঝেরবস্তি বলে জানা যায়। সিএনজি নং রাঙ্গামাটি-থ ১১-০১৭৪ এবং ট্রাক নং ঢাকা মেট্রো ন- ১৪-১১০২।
কোতয়ালী থানার ওসি কবির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালকও হেলপার পলাতক রয়েছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।