বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ১৯, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ

রাঙামাটিতে সিভিক ও আস্থা প্রকল্পের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙামাটি সদর উপজেলা পরিষদ হলরুমে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস রাঙামাটির বাস্তবায়নে ও সিভিক প্লাটফম এর জেলা কমিটির যুগ্ন আহবায়ক সাংবাদিক সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে এই পরামর্শ সভা শুরু করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন আস্থা প্রকল্পের কর্ডিনেটর রবিন চাকমা।

সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ও সিভিক প্লাটফম এর জেলা কমিটির সদস্য শান্তি বিজয় চাকমা বলেন, আস্থা ও সিভিক প্লাটফর্ম এ যে সকল যুবক যুবতি রয়েছে তাদের কাজকর্মে গতি বাড়াতে এবং আরো সুপরিচিত করতে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া যেতে পারে। সাথে সাথে যুবদের এগিয়ে নিতে সরকারের সহযোগিতা চেয়ে আরো এগিয়ে নিতে হবে।

সাংবাদিক উড়াল মনি হিমেল বলেন, রাঙামাটি জেলায় অনেকগুলো এনজিও সংস্থা রয়েছে তারা যুবকদের জন্য কি করছে তা আমরা দেখছি। সিভিক প্লাটফর্ম ও আস্থা যুবকদের নিয়ে অনেক ভাল কাজ করে আসছে। এই প্রকল্পটাকে কি ভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সে দিকে দৃষ্টি দিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

সাংবাদিক বিহারী চাকমা বলেন, যুবদের এগিয়ে নিতে যুব উন্নয়ন এই প্রকল্পের প্রতি সুনজর দিলে আশা করি যুবকেরা আর্থিক ভাবে লাভবান হতে পারবে। তাই যুবদের আরো সক্রিয় করতে আস্থা প্রকল্পের ভূমিকা খুব প্রয়োজন বলে মনে করি।

সিভিক প্লাটফর্ম এর ইয়ুথ গ্রুপ সদস্য নানিয়ারচর উপজেলার হালিমা আক্তার সাথী বলেন, নানিয়ারচর যে সকল যুবক রয়েছে তারা সবাই ছাত্র ও বেকার। তাই তাদেরকে নিয়ে কাজ করতে হিমশিম খেতে হচ্ছে। এব্যাপারে কর্তৃপক্ষ বিবেচনা করলে ভালো হয়।

সদর উপজেলা শিক্ষা অফিসার আশিষ কুমার সাহা বলেন,
এই প্রকল্প সব সময় যোগাযোগ রাখলে জেলা শিক্ষা অফিস সার্বিক সহযোগিতা করতে বাধ্য থাকবো। তবে উপজেলা শিক্ষা অফিস সর্বদা এই প্রকল্পের সাথে আছে ও আগামীতে থাকবে।

আস্থা প্রকল্পের পরিচালক বিপ্লব চাকমা বলেন, এই প্রকল্প যুবকদের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক পাচার প্রতিরোধ,যুবকদের মধ্যে আস্থা বৃদ্ধি, যুবকদের দক্ষতা বৃদ্ধি ও এই প্রকল্পের সাথে জড়িত যুবকেরা সরকারকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে। এই প্রকল্প পাড়া মহল্লা, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কাজ করে আসছে।

উপজেলা সদর যুব উন্নয়ন কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার বলেন, যুবকেরা যদি একতাবদ্ধ হয়ে কাজ করে তাহলে কারো সহযোগিতা প্রয়োজন হয়না। একটু মেধা প্রয়োগ করে সমাজে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। আপনাদের পরিশ্রমেই বলে দিলে আপনার কর্মযোগ্যতা। ক্লাব নিয়ে চিন্তা করার কিছুই নেই। ক্লাবগুলো ভাল কাজ করলে আমরা তাদেরকে ঋণ দিয়ে থাকি।

সিভিক প্লাটফর্ম জেলা কমিটির যুগ্ন আহবায়ক সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা বলেন, সবার আস্থা যুব সমাজের কাছে। আজকে দেশে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সমাজের যুবকেরা অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে। তাই যুবকদের খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে হবে। সিভিক ও আস্থা প্রকল্প কাজ করছে। আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস প্রকল্প যুবকদের নিয়ে তিন পার্বত্য জেলায় যুবকদের স্বাবলম্বী করে গড়ে তুলতে কাজ করছে। আগামী নির্বাচনে আস্থা প্রকল্পের যুবকেরা সুষ্ঠু নির্বাচন পরিচালনায় করে সৎ ও যোগ্য ব্যক্তি সংসদে পাঠাবেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: