৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপের নির্বাচনের জন্য বিলাইছড়ি উপজেলা হতে চেয়ারম্যান পদে ডিসি অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ জন প্রার্থী তাদের মধ্যে একজন বীরোত্তম তঞ্চঙ্গ্যা, অন্যজন অভিলাষ তঞ্চঙ্গ্যা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বিলাইছড়ি উপজেলার নির্বাচন রিটানিং অফিসার সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিলাইছড়ি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে ফরম জমা দেওয়ার শেষ ২১ এপ্রিল ২০২৪ বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাছাইয়ে রিটানিং অফিসারের সিদ্ধান্তে বিরুদ্ধে আপীল দায়ের ২৪ এপ্রিল আপীল নিস্পত্তি ২৭ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ ৩ মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে ।
এ সময় রিটানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন, এবার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা উভয়েই অনলাইনে আবেদন করবেন। ইতিমধ্যে নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন মোতাবেক ৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপে বিলাইছড়ি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে মনোনয়ন সংগ্রহ করেন। এছাড়াও নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উৎপলা চাকমা, সুদীপ্তা তঞ্চঙ্গ্যা, বঙ্কিম চন্দ্র তঞ্চঙ্গ্যা এবং সোনালাল তঞ্চঙ্গ্যা। প্রার্থীরা প্রত্যেকে ২১ তারিখের আগে বিভিন্ন সময়ে মনোনয়ন পত্র জমা দেন বলে জানা গেছে।