সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের জগদ্ধাত্রী পূজা ২০২৩ উপলক্ষ্যে রাঙামাটিতে তিন দিনব্যাপী মহানামযজ্ঞ ও মহোৎসব শুরু হয়েছে। মঙ্গলবার শহরের হ্যাপিরমোড় শ্রীশ্রী জগদ্বাত্রী মাতৃমন্দিরে এ মহোৎসব আয়োজন করা হয়। তবে প্রতিবছর এ উপলক্ষ্যে শহরের হ্যাপিরমোড় সংলগ্ন প্রধান সড়কের উভয় পাশে মেলা বসানো হলেও এ বছর আইনশৃঙ্খলার স্বার্থে মেলার অনুমতি দেয়নি পুলিশ।
জানা যায়, এর আগে প্রতিবছর জগদ্ধাত্রী পূজা ও মহোৎসব ঘিরে শহরের হ্যাপিরমোড় সংলগ্ন এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের উভয় পাশে মেলার আয়োজন করে সংশ্লিষ্ট মন্দির পরিচালিনা কমিটি। এতে অতিরিক্ত লোক সমাগমের কারণে স্বাভাবিক জীবনযাত্রার বিঘ্ন ঘটে ।
মেলায় ফুটপাত দখল করে সড়কের উভয় পাশে উন্মুক্ত বাণিজ্য স্টল বসানোর ফলে আইনশৃঙ্খলাসহ মানুষজনের চলাচলে মারাত্মক ব্যাহত হয়ে পড়ে। এছাড়া নিরাপত্তা নিয়ে তৈরি হয় ঝুঁকি। তাই এ বছর সামনের জাতীয় নির্বাচনসহ পরিস্থিতির সবকিছুর বিবেচনা করে মেলা বসানোর অনুমতি দেয়নি জেলা পুলিশ।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন জানান, প্রধান সড়কের পাশে বসানো মেলায় প্রতিবছর অতিরিক্ত লোক সমাগমের কারণে বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হয়। তা ছাড়াও সামনে জাতীয় সংসদ নির্বাচন। তাই পরিস্থিতির সবকিছু বিবেচনা করে মেলার অনুমতি দেননি পুলিশ সুপার।