মঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

আইনশৃঙ্খলার স্বার্থে জগদ্ধাত্রী পূজায় ৩ দিনব্যাপী মহোৎসবে মেলার অনুমতি দেয়নি পুলিশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ২১, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের জগদ্ধাত্রী পূজা ২০২৩ উপলক্ষ্যে রাঙামাটিতে তিন দিনব্যাপী মহানামযজ্ঞ ও মহোৎসব শুরু হয়েছে। মঙ্গলবার শহরের হ্যাপিরমোড় শ্রীশ্রী জগদ্বাত্রী মাতৃমন্দিরে এ মহোৎসব আয়োজন করা হয়। তবে প্রতিবছর এ উপলক্ষ্যে শহরের হ্যাপিরমোড় সংলগ্ন প্রধান সড়কের উভয় পাশে মেলা বসানো হলেও এ বছর আইনশৃঙ্খলার স্বার্থে মেলার অনুমতি দেয়নি পুলিশ।

জানা যায়, এর আগে প্রতিবছর জগদ্ধাত্রী পূজা ও মহোৎসব ঘিরে শহরের হ্যাপিরমোড় সংলগ্ন এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের উভয় পাশে মেলার আয়োজন করে সংশ্লিষ্ট মন্দির পরিচালিনা কমিটি। এতে অতিরিক্ত লোক সমাগমের কারণে স্বাভাবিক জীবনযাত্রার বিঘ্ন ঘটে ।

মেলায় ফুটপাত দখল করে সড়কের উভয় পাশে উন্মুক্ত বাণিজ্য স্টল বসানোর ফলে আইনশৃঙ্খলাসহ মানুষজনের চলাচলে মারাত্মক ব্যাহত হয়ে পড়ে। এছাড়া নিরাপত্তা নিয়ে তৈরি হয় ঝুঁকি। তাই এ বছর সামনের জাতীয় নির্বাচনসহ পরিস্থিতির সবকিছুর বিবেচনা করে মেলা বসানোর অনুমতি দেয়নি জেলা পুলিশ।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন জানান, প্রধান সড়কের পাশে বসানো মেলায় প্রতিবছর অতিরিক্ত লোক সমাগমের কারণে বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হয়। তা ছাড়াও সামনে জাতীয় সংসদ নির্বাচন। তাই পরিস্থিতির সবকিছু বিবেচনা করে মেলার অনুমতি দেননি পুলিশ সুপার।

শ্রীশ্রী জগদ্ধাত্রী পুজা ও মহোৎসব উদযান পরিষদের সাধারণ সম্পাদক শ্রী দেবু চৌধুরী বিপ্লব বলেন, দেশের চলমান পরিস্থিতি ও সামনে জাতীয় নির্বাচন থাকায় পুলিশ প্রশাসন এবার জগদ্ধাত্রী মেলার অনুমতি দেননি। তাই আমাদের সব প্রস্তুতি থাকা সত্তে¡ও মেলা বসাতে পারিনি। আমরা সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল।

সর্বশেষ - আইন ও অপরাধ

%d bloggers like this: