কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও বান্দরবানকে হারিয়ে অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টে রাঙামাটি ভেন্যুতে চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর জেলা দল। ছয় দিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় চাঁদপুর দল অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। গত ২১ ফেব্রুয়ারি রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ শেষে চাঁদপুর দল নিজেদের জয় নিশ্চিত করে।
চাঁদপুর জেলা ক্রিকেট দলের টিম ম্যানেজার মোঃ ইসমাইল খান ভুট্টো ও কুচার পলাশ কুমার সোম বলেন, রাঙামাটি মারী স্টেডিয়ামে ৩ম্যাচে চাঁদপুর অনুর্ধ্ব-১৬ ক্রিকেট জেলা দল জয়লাভ করে। আমাদের ছেলেরা কক্সবাজার, বান্দরবান ও ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে। চট্টগ্রামে সেমিফাইনালে জিতলে চুড়ান্ত ফাইনালে খেলবে চাঁদপুর জেলা।
খেলোয়াড় আবরার রশিদ সাফি, আবদুল্লাহ আল ফাহিম সাফি ও ফারহান মাহতাব শাওন বলেন, আমরা অনেক পরিকল্পিত খেলা উপহার দিয়ে ৩ম্যাচে তিনটি জেলাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করি। আশা করি চট্টগ্রামে সেমিফাইনালেও আমরা ভালো কিছু করে দেখাবো।