রাঙামাটির কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকারের বিরুদ্ধে এক সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদে ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে।
রবিবার সকালে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারটি।
ভুক্তভুগী ওসীম বড়ুয়া (৩৩) বলেন, আমরা ৩৫ বছরের অধিক সময় ধরে কাউখালীর সদরের মিনি মাকের্ট এলাকায় বসবাস করছি। এখন হঠাৎ এরশাদ সরকার আমাদের বসতভিটা তার দাবী করে আগামী ১৫ দিনের মধ্যে আমাদের বসত ভিটা ছেড়ে চলে যেতে এবং না হলে তিনি নিজে এসে ভেঙে দেবেন বলে হুমকি দিয়েছেন।
এ ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে পুলিশ দিয়ে আমাকে নানান হয়রানী করছেন। পুলিশ দিয়ে এখন বিভিন্ন হয়রানী করা হচ্ছে।
কিছুদিন আগে পুলিশ আমাকে গাজা দিয়ে ছবি তুলে জেল হাজতে আটকে রেখে মামলা দেয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা হতিয়ে নিয়েছে। টাকা দেওয়ার পর আমার বিরুদ্ধে মামলা দেয়নি। থানার এএসআই নজরুল ইসলাম এ কাজটি করেছে।
ওসীম বড়ুয়া বলেন, কখন বিভিন্ন অবৈধ জিনিস দিয়ে পুলিশ আমাকে আটক করে এ আতংকে দিনপাত করছি। এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি। নির্বাহী কর্মকর্তা আমাকে পরামর্শ দিয়েছেন এরশাদ খুব প্রভাবশালী লোক। তার সাথে আমি যেন আপোষ করি। তার সাথে কোন কিছুতে পারব না বলেছেন ইউএনও।
এতদিন ইউএনও আমাকে সহযোগীতা করেছেন। সম্প্রতি তিনি অন্যত্র বদলী হয়ে যাওয়ার পর এরশাদ আবার ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন। সম্প্রতি আমার বাড়িতে এসে আগামী ১৫ দিনের মধ্যে বসতভিটা ছাড়তে হুমকি দিয়ে গেছেন। বসতভিটা রক্ষায় প্রশাসনের সহযোগীতা কামনা করেন ওসীম বড়ুয়া।
ওসীমের প্রতিবেশী সারদা চরন নাথ (৮৮) বলেন, আমি ১৯৫২ সাল থেকে কাউখালীতে বসবাস করছি। ৩৫ বছর আগে ওসীমের বাবা পিন্টু বড়ুয়া আমার বাড়ির পাশে বসত গড়েন। বর্তমানে যে জায়গাটি এরশাদ নিজের দাবী করছে জায়গাটি ওসীমের বাবার। এ নিয়ে অতীতে কোন বিরোধ ছিল না।
২০০৫ সালে এরশাদ কাউখালীতে এসে এখন একের পর এক জমি দখল করে যাচ্ছে। ওসীমদের বিরুদ্ধে যা করছে এগুলো অন্যায় করছে এরশাদ। সে ক্ষমতা ব্যবহার করে ওসীমদের ভোগদখলীয় জমি কেড়ে নিতে চাচ্ছে। ওসীম বড়ুয়ার পরিবারের সাথে অন্যায় করা হচ্ছে।
এ বিষয়ে এরশাদ সরকার বলেন, ওসীম বড়ুয়ার বাড়ির সামনে যে জমিটি খালি পড়ে আছে এটি আমার জমি। আমি দুই বছর আগে বিদেশে চিকিৎসায় গেলে ওসীম বড়ুয়া এটি জোর করে দখল করে নেয়। এ নিয়ে আদালতে মামলা করেছি। এরশাদ বলেন, এটি উদ্ধারের জন্য আমার যা যা করণীয় তা করব।
কাউখালী থানার ওসি পারভেজ আলী জানান, আমি এ থানায় নতুন যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। বিষয়টি আমি খোঁজ নিব। কেউ যদি আইনী সহায়তা পেতে চায় তাহলে তদন্ত পূর্বক আইনী সহায়তা দেওয়া হবে। কেউ প্রভাব দেখিয়ে অন্যায় করবে এটি পুলিশ সহ্য করবে না। ওসিম বড়ুয়া আমার কাছে অভিযোগ দিলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব।