রবিবার, মার্চ ২৬News That Matters

কাপ্তাই ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক মহড়া

শেয়ার করুন:

 

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন এর ব্যবস্থাপনায় রবিবার সকালে উপজেলা সদর হাসপাতাল চত্বরে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মোঃ আব্দুল করিম ও ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্যরা এইসময় উপস্থিত ছিলেন।

মহড়ায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন এর সদস্যরা এইসময় সদস্য চটের বস্তা দিয়ে আগুন নির্বাপন, ফায়ার এক্সটিংগুইসার দিয়ে আগুন নির্বাপন, গ্যাস সিলিন্ডারের আগুন নির্বাপন মহড়া প্রদর্শন করেন।

এরপর কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউপি এলাকাধীন নতুনবাজারস্থ কাঁচাবাজারে বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সচেতন বৃদ্ধির লক্ষ্যে অনুরুপ মহড়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *