বান্দরবানের আলীকদম উপজেলায় তামাক চুল্লী নির্মাণ করতে গিয়ে প্রাণ হারাল আনোয়ার হোসেন (৪৫) নামে একজন শ্রমিক।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক এলাকা শীল বুনিয়া পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির চৈক্ষ্যং ইউনিয়নের শাহবাগ পাড়ার এলাকার বাসিন্দা মৃত গুল মিয়া’র ছেলে।
এ বিষয়ে চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান , আনোয়ার হোসেন আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে বাড়ীর পাশে জনৈক মহসিনের তামাক চুল্লী (তুন্দুল ঘর) নির্মাণ করতে শ্রমিক হিসেবে কাজে যান। এ সময় তুন্দুল নির্মাণের জন্য গাছের খুঁটি গর্তে দেওয়ার সময় আনোয়ার হোসেনের মাথায় খুঁটি পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত আনোয়ার হোসেনকে পার্শ্ববর্তী লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে দায়িত্বরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।
লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, এ ঘটনায় আলীকদম থানার সাথে সমন্বয় করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।