অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রামগড়ে সর্বস্তরের তৌহিদী জনতার ব্যনারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকালে রামগড় বাজার পুলিশ বক্স থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল রামগড় বাজার প্রদক্ষিণ করে পুলিশ বক্সের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশ থেকে গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং মানবতার পক্ষে দাঁড়ানোর অংশ হিসেবে বিশ্বের সকল মুসলিম নেতাদের এক ও হকের পক্ষে থেকে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহবান করা সহ রাষ্ট্রিয়ভাবে প্রতিবাদ ও নিন্ধাসহ বিচারের দাবী করেন বক্তারা।
রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার নূরানী বিভাগের প্রধান শিক্ষক শাহিন কাদের এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আবদুল হাই নিজামী, রামগড় কোট মসজিদের খতিব মাওলানা আক্তার হোসেন জিহাদী, থানা জামে মসজিদের খতিব মাওলানা কামরুল ইসলাম, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াছিন রাহীম, কাওমী ওলামা ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি মাওলানা সাইফুল ইসলাম, রামগড়ের ব্যবসায়ী দেলওয়ার হোসেন, রামগদ রেড ক্রিসেন্ট উপনেতা মোজাম্মেল হোসেন সহ প্রমুখ।