রাঙামাটি লংগদু উপজেলার বায়তুশ শরফ কমপ্লেক্সের প্রাক্তন ছাত্র সংসদের উদ্যোগে দেড়যুগ পূর্তি ও পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২অক্টোবর(বৃহস্পতিবার) সকাল ১০টায় বায়তুশ শরফ কমপ্লেক্সের মাঠ প্রাঙ্গনে মাদ্রাসা কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহম্মেদ এর সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মাওলানা মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বায়তুশ শরফ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ ছলীমুল্লাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু ওসমান, রাঙ্গামাটি বায়তুশ শরফ আদর্শ দাখিল মাদ্রাসার সুপারিটেনডেন্ট মাওলানা শামসুল আরেফিন, লংগদু প্রেস ক্লাবের উপদেষ্টা ও কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এখলাছ মিঞা খান, প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুছাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হৃদয়ে বায়তুশ শরফ স্মরনিকার সম্পাদক অধ্যক্ষ এমন এ আমিন, প্রাক্তন ছাত্র সংসদের সেক্রেটারি মোঃ আবু সাঈদ, শিক্ষা সম্পাদক মিনহাজ মুর্শীদ প্রমুখ।
এসময় বায়তুশ শরফ দরবারের দ্বিতীয় প্রধান ইমাম কেন্দ্রীয় বায়তুশ শরফের খতিব মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম রহ. এর স্বরনে স্মরনিকার মোড়ক উন্মোচন ও বৃক্ষ রোপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হয়।
শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।