রবিবার, মার্চ ২৬News That Matters

শিল্পী সমিতির শপথে আসেননি যারা

শেয়ার করুন:

স্টার অনলাইন রিপোর্ট: বিএফডিসির মান্না ডিজিটালের খোলা মাঠে আজ রোববার বিকেল সাড়ে ৫টায় শিল্পী সমিতির নবনির্বাচিত শিল্পীদের শপথবাক্য পড়ানো হয়েছে। তবে জায়েদ খান প্যানেল থেকে নির্বাচিত শিল্পীদের মধ্যে একজন ছাড়া কেউই শপথ নিতে আসেননি।

শপথ না নেওয়া শিল্পীরা হলেন- জায়েদ খান প্যানেল থেকে নির্বাচিত সহ-সভাপতি মাসুম পারভেজ রুবেল, মনোয়ার হোসেন ডিপজল, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জয় চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য অঞ্জনা, রোজিনা, সুচরিতা, মৌসুমী, অরুণা বিশ্বাস।

এই প্যানেল থেকে নির্বাচিতদের মধ্যে শুধু কার্যকরী পরিষদের সদস্য নাদির খান শপথ নিয়েছেন।

নির্বাচিত অন্য যে শিল্পীরা শপথ নিয়েছেন তারা হলেন- শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, সহ-সম্পাদক সাইমন সাদিক, কোষাধ্যক্ষ আজাদ খান, কার্য পরিষদের সদস্য ফেরদৌস, অমিত হাসান ও কেয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *