রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে যুবক ও যুবতী ও বিহারে কমিটি উদ্যােগের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চার পাড়া মিলে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ফানুস উড়িয়ে শুভ উদ্বোধন করেন বিহার পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা।
বৃহস্পতিবার বিকালে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট উদ্বোধন হয। উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আদোমং মারমা।
বিশেষ অতিথি ছিলেন ৩২০নং কাকড়াছড়ি মৌজা হেডম্যান ক্যসুইথুই চৌধুরী, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মংসাথোয়াই মারমা,সাংগঠনিক সম্পাদক মংচিং চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙামাটি জেলা শাখা যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজস্থলী প্রেস ক্লাবের সহ সভাপতি চাইথোয়াইমং মারমা, রাঙামাটি জেলা স্বেচ্ছা সেবকলীগ সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, ইউনিসেফ আইসিডি শিক্ষা প্রকল্পের ইউপিএম থুইসাচিং মারমা, ইউপি সদস্য থুইসিংমং মারমা (খুলুক্যা), অংথোয়াই মারমা, ক্যাচিং মারমা, কারবারী উথোয়াইমং মারমা, স্থানীয় জনসাধারণ গন্যমান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন,আজকের ফুটবল খেলা প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চার পাড়া মিলে খেলা আয়োজন করা হয়েছে। প্রতিবছর এ ফুটবল ২২তম খেলা হিসাবে অতিবাহিত হয়েছে। এখানে আনন্দ মুখরিত পরিবেশের খেলতে হবে। কোন রাগ অনুরাগ মধ্যে দিযে খেলা না খেলার জন্য সকল খেলোয়াড়দের উদ্দেশে অনুরোধ করেন। লেখা পড়া পাশাপাশি সাংস্কৃতিক সহ খেলাধুলা চর্চা করতে হবে। গ্রামে গঞ্জে পার্বত্য চট্রগ্রামের ভালো খেলোয়াড় উঠে আসবে।তাই প্রতিটি গ্রামে গঞ্জের খেলাধুলা অনুসারীরা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ।