খাগড়াছড়ি পার্বত্য জেলার একমাত্র আসনে (২৯৮) মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা।
তিনি বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের কাছে মনোনয়ন দাখিল করেন মিথিলা।
মনোনয়ন দাখিল শেষে তিনি সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় বলেন, জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে পাহাড়ে শান্তি সম্প্রীতির উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়নে কাজ করবেন।
এই আসনে এর আগে গতকাল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়া আজ শেষ দিনে মনোনয়ন পত্র দাখিল করতে পারেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, তৃণমূল বিএনপি, জাকেরপার্টিসহ আরো ৫জন।