বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

শেষ হলো কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী বিজয় মেলা

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
ডিসেম্বর ১৯, ২০২৪ ১১:১৪ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বুধবার(১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টায় শেষ হলো তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের  বিজয় মেলা।

মেলার শেষ দিনে হাজারোও দর্শনার্থীর ভীড় লক্ষ্য করা গেছে । এসময় কেউ পরিবার পরিজন বন্ধু বান্ধব সহ মেলায় এসে কেনাকাটা সহ নাগরদোলায় চড়ে আনন্দ উপভোগ করেছেন। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক মঞ্চে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ৩২ টি স্টলে হস্ত শিল্প, কুটির শিল্প, শিশুদের খেলনা, নাগর দোলা, রকমারি খাবার, পোশাক এবং শিশুদের বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে মেলার শেষ দিনে সন্ধ্যা ৭ টায় মেলা প্রাঙ্গন পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এসময় উপজেলা সহকারী কমিশনার( ভূমি)  ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের আহবায়ক স্বরূপ মুহুরী ও সদস্য সচিব  ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মোতাবেক প্রতিবছরের মতো এই বছরও কাপ্তাই উপজেলা প্রশাসন বিজয় দিবসের নানা কর্মসূচী পালন করেছেন। তৎমধ্যে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। এই আয়োজনে আমরা প্রচুর সাড়া পেয়েছি। মেলায় নাগরদোলা সহ বিভিন্ন রকমারী পণ্যের বাহারি নিয়ে এসেছেন দোকানদাররা। কাপ্তাইবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্বতঃস্ফূর্ত ভাবে দলে দলে মেলায় এসে সুস্থ বিনোদন গ্রহন করে মানসিক প্রশান্তি লাভ করেছেন।

মেলা উদযাপন পরিষদের আহবায়ক ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) স্বরুপ মুহুরী বলেন, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে এই বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে। এখানে ব্যাপক মানুষের সমাগম হয়েছে। এই মেলা আয়োজনের সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ কাপ্তাইবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই।

প্রসঙ্গত: কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে গত ১৬ ডিসেম্বর হতে উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মেলা শুরু হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
%d bloggers like this: