রাঙামাটি জেলা বিএনপির উপ নির্বাচনে দীপন তালুকদার দীপু সভাপতি এবং মামুনুর রশীদ মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে দীপন তালুকদার পেয়েছেন ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো পেয়েছেন ৭৩ ভোট।
অন্য দিকে সাধারণ সম্পাদক পদে এডভোকেট মামুনুর রশীদ মামুন পেয়েছেন ৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট সাইফুল ইসলাম পনির পেয়েছেন ৬৯ ভোট।
উপ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. আবু নাছিরের সভাপতিত্বে নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ। সঞ্চালনা করেন মো আব্দুল কুদ্দছ।