দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় রাঙামাটিতে প্রশিক্ষণ কার্যক্রমে ভির বেড়েছে আগ্রহী তরুণদের। সরকারের এই উদ্যোগ আত্নপ্রত্যয়ী উদ্যোক্তা হতে স্বপ্ন দেখাচ্ছে যুব ও যুব মহিলাদের। সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রকল্প সংশ্লিষ্টদের।
আজ (শুক্রবার ২৬ সেপ্টেম্বর)সকাল ১১ টা ও ১২টায় রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরে দেশের ৪৮ জেলার সাথে একযোগে ৪র্থ ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই প্রকল্পটি পরিচালনা করছে আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’।
রাঙামাটিতে এবার ২৬৭ জন প্রার্থী আবেদন করেছেন ও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আগামীকাল ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরিক্ষাসহ চুড়ান্ত ফলাফল এসএমএস এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জানানো হবে।
এই পরীক্ষা তদারকি করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ সচিব ফেরদৌস সেলিম, রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাহান ও ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রতিনিধি।
প্রকল্পটি যুব সমাজের মাঝে প্রভূত কর্মচাঞ্চল্য সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় ৪র্থ মেয়াদে (অক্টোবর’২০২৫ – ডিসেম্বর’২০২৫) প্রশিক্ষণার্থী ভর্তির লক্ষ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে লক্ষাধিক আবেদন পড়ে। যেখানে প্রতি জেলায় ৭৫টি আসন করে ৪৮টি জেলায় মোট ৩৬০০ জন ভর্তির সুযোগ পাবে।
ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের তিন পার্বত্য জেলার বিভাগীয় প্রধান নিরত বরণ চাকমা বলেন-ইতোমধ্যে ৩টি ব্যাচে ৭২০০ জন যুব ও যুব মহিলা প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, তাদের ৬২ শতাংশের অধিক সরাসরি আয়ের সাথে সম্পৃক্ত হয়েছে ও নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে। উদ্যোক্তাগণ প্রায় ৯ লক্ষ মার্কিন ডলার আয় করেছে যা বাংলাদেশি টাকায় প্রায় ১১ কোটি টাকা এবং এ আয় চলমান রয়েছে।
রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাহান বলেন -এর আগে সম্পন্ন হওয়া তিনটি ব্যাচের শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং করে মোটামুটি আয় করছেন। তারা একটা আয়ের উৎস খুঁজে পেয়েছেন। এ ধারা যদি অব্যাহত থাকে, আশা করি আমাদের যুবরা আর বেকার থাকবেন না। তারা ক্রমান্বয়ে অতিরিক্ত আয়ের সুযোগ পাবেন।