নবাগত ও বিদায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের সংবর্ধনা দিয়েছে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। ১৫ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
কাউখালী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ গিয়াস উদ্দিন, বিদায়ী প্রাথমিক শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, নবাগত শিক্ষা অফিসার মোঃ ইদ্রিছ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সীমা রানী সেন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি উসিচিং মারমা, বেতবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলো চাকমা, ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশোতোষ চাকমা, পূর্ব শিয়াল বুক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না দে। অনুষ্ঠানে উপজেলার সকল প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকরা হচ্ছে সমাজের আলোকিত মানুষ। তাদের হাত ধরে তৈরী হয় মানুষ গড়ার কারিগর। বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই হচ্ছে শিক্ষার মূল স্তম্ব। প্রাথমিক শিক্ষা ত্রুটিপূর্ন হলে রাষ্ট্রের স্তম্ব নড়বড়ে হয়ে যাবে।
বক্তারা সমাজের আলোকিত মানুষ শিক্ষকদের হাত ধরে জাতির শ্রেষ্ঠ সন্তান তৈরী করতে সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে নবাগত ও বিদায়ী প্রাথমিক শিক্ষা অফিসার ও আমন্ত্রিত অতিথিদের হাতে ক্রেস্ট উপহার তুলে দেন উপজেলা প্রাখমিক শিক্ষক সমিতির কর্মকর্তারা।