কক্সবাজারের ঈদগাঁওয়ে জুলাই বিপ্লবে নিহত দুই শহিদের স্মরণে বিশাল স্মরণ সভার আয়োজন করা হয়েছে। শহিদ নুরুল আমিন স্মৃতি সংসদ এর উদ্যোগে উপজেলার ইসলামাবাদে ২৫ জুলাই শুক্রবার বিকালে এ সভা অনুষ্ঠিত হয়।
শহীদ নুরুল মুস্তফার পিতা শফিউল আলমের সভাপতিত্বে স্মরণসভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহিদ নুরুল আমিনের পিতা ছৈয়দ নুর, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আহমেদ পিয়ার, কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর, ঈদগাঁও উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, যুব-বিভাগ সভাপতি মাওলানা সরওয়ার কামাল, জামায়াত নেতা মহি উদ্দিন, জুলাই যোদ্ধা হিজবুল্লাহ জাহান, এড. এসকে ফারুকী, আব্দু রহিম, ওয়ার্ড মেম্বার জুবাইদ উল্লাহ জুয়েল, বিএনপি নেতা দিদারুল ইসলাম ও জুলাই বিপ্লবে আহত বেলাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারকে শুধু স্বীকৃতি কিংবা অনুদান দিয়ে শেষ করলে হবে না। তাদের পরিবারকে সম্পুর্নভাবে যাবতীয় সুযোগ-সুবিধা দিতে হবে। কেননা তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।
বক্তারা আরো বলেন জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আর কোন স্বৈরাচার যেনো আসতে না পারে সেই উদ্যোগ নিতে হবে। অন্যতায় শহিদের রক্তের সাথে বেইমানি করা হবে। তাছাড়াও গজালিয়া সডককে নুরুল মুস্তফার নামে এবং নব-নির্মিত গজালিয়া ব্রিজকে শহিদ নুরুল আমিনের নামে নামকরণ করারও দাবী তুলেন বক্তারা।