রাঙামাটির নানিয়ারচরে উপজেলার কিশোর কিশোরীদের একশত অভিভাবকদের নিয়ে একদিন ব্যাপি কর্মশালা করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নানিয়ারচর উপজেলা।
২৫ জুলাই (সোমবার) সকালে টেকসই সামাজিক সেবা প্রকল্প পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে উপজেলার হটিকালচার সেন্টারের অডিটোরিয়াম কক্ষে কিশোর কিশোরীদের অভিভাবকদের সংগে সামাজিক আচরন ও পরিবর্তন বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন টেকসই সামাজিক সেবা প্রকল্প পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক যুগ্ন সচিব ইখতিয়ার আহমেদ।
এতে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা,নানিয়ারচর উপজেলা নির্বাহি কর্মকর্তা, মোঃ-ফজলুর রহমান,ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান,নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি,পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড কর্মকর্তা ও ১ শত কিশোর কিশোরীর অভিভাবকরা অংশ নেয়।