বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পার্বত্য চট্টগ্রামে প্রাকৃতিক ভিত্তিক সমাধান প্রকল্প কার্যক্রম পরিদর্শন

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
নভেম্বর ২৭, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামে জেন্ডার–সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিমূলক নেচার-বেসড সল্যুশনস (এনবিএস) কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সরকারি ও প্রাতিষ্ঠানিক স্টেকহোল্ডারদের নিয়ে দিনব্যাপী দীঘিনালা উপজেলার প্রকল্প এলাকা পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে “প্রোমোটিং  জিইএসআই রেসপনসিভ নেচার-বেসড সল্যুশনস ফর এনাব্লিং রেসিলাইন্স ইন সিএইচটি” প্রকল্পের আওতায় এ পরিদর্শন কর্মসূচি আয়োজন করা হয়।

প্রকল্প–সংশ্লিষ্ট কমিউনিটি লার্নিং সেন্টার (সিএলসি) এবং কৃষিতে প্রাকৃতিক ভিত্তিক সমাধান(এনবিএস)–সমন্বিত পরিবেশবান্ধব উদ্ভাবন সম্পর্কে সরকারি কর্মকর্তাদের ধারণা ও কারিগরি দক্ষতা বৃদ্ধি করাই ছিল কর্মসূচির মূল উদ্দেশ্য। পাশাপাশি পার্বত্য জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সরকারি বিভাগের সঙ্গে সমন্বয় জোরদার এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও বাজেট প্রণয়নে এনবিএস অন্তর্ভুক্তির সম্ভাবনা তৈরির বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

দিনব্যাপী পরিদর্শনে অংশ নেন—খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কৃষি বিভাগের আহ্বায়ক কংজপ্রু মারমা,  জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ওঙ্কার বিশ্বাস, সহকারী কৃষি প্রকৌশলী আব্দুল মুহিত, দীঘিনালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন, উপজেলা স্যানিটারি ও ফুড সিকিউরিটি অফিসার তৎজিম চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের সদস্য স্মৃতি রঞ্জন চাকমা, স্থানীয় দুই সংবাদকর্মী সুমন উদ্দিন ও দহেন বিকাশ ত্রিপুরা, লোকাল সার্ভিস প্রোভাইডার  রাহুল চাকমা ও মীরণ চাকমা, সিএলসি সদস্য হোসনেয়ারা বেগম,  হেলভেটাস বাংলাদেশের থিমেটিক কর্মকর্তা ও মাঠ সমন্বয়কারী দীপ্তিময় চাকমা,  তৃণমূল উন্নয়ন সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

পরিদর্শনকারীরা দিনের শুরুতে বাঁচা মেরুং পাড়ার কমিউনিটি লার্নিং সেন্টার ঘুরে দেখেন। পরে বড়াদম এবং শনখলা পাড়ার পাঁচটি এনবিএস–নির্ভর কৃষিক্ষেত্র পর্যবেক্ষণ করেন। বড়াদম এলাকায় উদাসী চাকমা ও উদয়ন চাকমার বাঁধাকপির এনবিএস ফিল্ড এবং নয়ন জ্যোতি চাকমার বেগুনক্ষেত পরিদর্শন শেষে তারা হেডম্যান পাড়ার ইমেজ চাকমার শশা, টমেটো  এবং তুহিনা চাকমার ক্ষীরা  চাষাবাদের অগ্রগতি দেখেন।

কর্মসূচিতে অংশ নেওয়া কৃষকরা জানান, এনবিএস–ভিত্তিক কৃষি অনুশীলনের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি, কম খরচে উৎপাদন এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বাড়ছে। সরকারি প্রতিনিধিরাও প্রকল্প এলাকাগুলোর বাস্তব অগ্রগতি দেখে উৎসাহ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনায় এ ধরনের টেকসই মডেল অন্তর্ভুক্তির সম্ভাবনা যাচাইয়ের আশ্বাস দেন।

তৃণমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার স‍্যুইচিং অং মারমা বলেন, “এনবিএস–নির্ভর কৃষি শুধু উৎপাদন বাড়ায় না—পরিবেশ, পানি ও মাটির স্বাস্থ্য রক্ষা করে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনে। সরকারি পর্যায়ের এ ধরনের ভিজিট স্থানীয় উদ্ভাবনকে জাতীয় পরিসরে তুলে ধরতে বড় ভূমিকা রাখবে।”

দিনব্যাপী এ পরিদর্শন শেষে অংশগ্রহণকারীরা প্রাকৃতিক ভিত্তিক সমাধান (এনবিএস) মডেলকে বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার বিভিন্ন সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: