বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্ম যার যার, উৎসব সবার এই সুন্দর ও সম্প্রীতির বার্তা নিয়ে আমরা সবাই একসাথে শারদীয় উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছি। এই দিনে সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি আর ভালোবাসা। সবাই মিলেমিশে এই উৎসব উপভোগ করলে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও দৃঢ় হবে।
গতকাল ২৯ সেপ্টেম্বর (সোমবার) রাত ৯ টার দিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি উপজেলার ঈদগাঁও কেন্দ্রীয় কালী মন্দির, পাল পাড়া ও চৌধুরী পাড়ার পূজামণ্ডপ পরিদর্শন করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সিদ্দিক, পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ এম সেলিম, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ূন কোম্পানী, উপজেলা শ্রমিক দল সভাপতি মোক্তার আহমদ, উপজেলা যুবদলের কামাল হোসেন, বেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের জিয়াবুল হকসহ বিভিন্ন মন্দির-পুজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।