দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পাদনে জুরাছড়ি উপজেলার দুর্গম এলাকার ভোট কেন্দ্রে মালামাল বিতরন ও হেলিকপ্টারযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে উপজেলা যক্ষা বাজার আর্মি ক্যাম্প থেকে উপজেলার সাতটি কেন্দ্রের কর্মকর্তারা রওনা দেয়। তাদের বিদায় জানাতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, যক্ষা বাজার ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন মোঃ মোশারফ হোসেন সাগর, থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো:বিল্লাল মেহেদী বলেন, ভোট যথাসময়ে গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের মালামাল বুঝিয়ে দেওয়া হয়েছে।
এদিকে দুর্গম এলাকায় কর্মকর্তাদের জন্য রাঙামাটি পুলিশ সুপার শুস্কনা খাদ্য প্রদান করেছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ঔষধ সহ, চিড়া,মুড়ি,খেজুর,গুড়, চানাচুর, বিস্কুট সহ বিভিন্ন শুস্কনা খাদ্য প্রদান করা হয়।