কৃষি সমৃদ্ধি এই শ্লােগানকে সামনে রেখে রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধান বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসের সামনে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা উপস্থিত থেকে এপ্রণোদনা বিতরণ করেন।
এতে উপজেলার তিন টি ইউনিয়নের পাঁচশত জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। জনপ্রতি কৃষককে আউশ উপসি জাতের ধান ৫ কেজি, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি হারে বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, ইউপি সদস্য, সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন উপসহকারি কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।