রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগষ্ট সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্টান অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্রের সভাপতিত্বে সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.এনামুল হক হাজারী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান আহম্মেদ, চন্দ্রঘোনা থানার ওসি শাহাজাহান কামাল, কাপ্তাই থানার ওসি মো: মাসুদ, কর্ণফুলী বরইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া। এসময় উপজেলা সরকারি দপ্তরের প্রধানগণ, ইমাম শিক্ষক প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন। এসময় জুলাই গণঅভ্যুত্থানে আত্মার মাগফেরাত কামনা করা হয়।