পুরো নাম মিফতাউল জান্নাত, ডাক নাম মাওয়া। নার্সারি থেকে তার সখ ছবিসহ বিভিন্ন জিসিন আঁকা-আঁকি। প্রতিদিনই সে পুতুল, ঝুঁড়ি, ঘরবাড়ি গ্রামীণ মেঠু পথঘাট আঁকা আঁকি করে থাকে।
আজকে আঁকেছেন- পিৎজা, চুলা, ডোনাট, মিষ্টি, সিঙ্গারা, বার্গার, ডিমপোস্ট, ফাইপেন, রসগোল্লা ও সূর্যমূখী ফুলের টব।
মিফতাউ জান্নাত মাওয়া
৫ম শ্রেণি
কিডস এক্সপ্লোরার স্কুল,
হ্যাপীর মোড়,বনরুপা, রাঙামাটি।