কলা গাছের তন্তু থেকে সুতা উৎপাদন ও উৎপাদিত সুতা দিয়ে হস্তশিল্প জাত পণ্য তৈরীর লক্ষ্যে রুমা উপজেলায় প্রথমবারের মতো কলা গাছের তন্তু হতে হস্তশিল্পের বিভিন্ন সৌখিন ব্যবহার্য জিনিসপত্র তৈরি হলেও এবারই প্রথম কাপড় তৈরীর উদ্যোগ নিয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ( ৭ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে জেলা প্রশাসকের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের আয়োজনে “কলাগাছের তন্তু থেকে কাপড় তৈরীর জন্য সুতা উৎপাদন এবং সুতা হতে কাপড় বুনন প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মার্মা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মার্মা, মহিলা বিষয়ক কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার মোহাম্মদ খালেদ রাউজান খান ও প্রশিক্ষক মোহাম্মদ ফাহিম। প্রশিক্ষণে নারী উদ্দ্যোক্তা ৪০জন অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট উদ্ভাবনী গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, এবারে প্রথম কলাগাছের তন্তু থেকে কাপড় তৈরীর প্রশিক্ষণ দেয়া হচ্ছে যাতে নারীরা কাপড় তৈরিতে দক্ষ হয়ে উঠতে পারে।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ নাজমুল হাসান, উসিংঞোয়াই মার্মা, নুক্রাউ মার্মা ও নুখাইপ্রু মার্মা।