ফটিকছড়ির উত্তরে অবস্থিত রামগড় চা বাগানে অবৈধভাবে করাত কল পরিচালনার অভিযোগে চা বাগান কতৃপক্ষকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার(ভূমি) এ টি এম কামরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা প্রদান করেন।
একি সঙ্গে অনুমোদন ছাড়া করাতকল পরিচালনা না করতে বাগান ব্যবস্থাপক জয়নাল আবেদীন থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।
গত ১৪ মে দৈনিক আজকের পত্রিকায় “চা বাগানে করাতকল-কাটা পড়ছে ছায়াবৃক্ষ” এ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।সংবাদ প্রকাশের পরেই প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযোগ রয়েছে রামগড় চা বাগানের ভেতরেই গড়ে উঠেছে অবৈধ করাত কল।
অথচ বাগানের এক কিলোমিটারের মধ্যে করাত কল স্থাপনের নিয়ম নেয়।অভিযোগ রয়েছে বাগান ব্যবস্থাপক জয়নাল আবেদীনের সার্বিক তত্ত্ববধানে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে চা বাগানের মধ্যে প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতে কিংবা দিনে নিয়ন্ত্রণহীনভাবে চলছে ছায়াবৃক্ষ কর্তন এবং কাঠ চেরাই।
উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার(ভূমি)এ টি এম কামরুল ইসলাম জানান,গতকাল বিকালে রামগড় চা বাগানে অভিযান পরিচালনা করা হয়।বাগানে অবস্থিত করাতকলটির অনুমোদন না থাকায় এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।অনুমোদন ব্যতীত করাতকল পরিচালনা না করতে বাগান ব্যবস্থাপক জয়নাল আবেদীন থেকে লিখিত অঙ্গীকারনামা নেয়া হয়েছে।