নিখোঁজ হবার ৪৫ ঘন্টা পর অবশেষে নিখোঁজ গৃহবধূ মৌমিতা তনচংগ্যার লাশ পাওয়া গেছে ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের ওয়াগ্গাছড়া খালে। বিষয়টি নিশ্চিত করে ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য অমল কান্তি দে এবং ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য তপন তনচংগ্যা জানান, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গ্রাম পুলিশ অরুণ মারমা ওয়াগ্গাছড়া খালে একটি পা দেখতে পান। পরে কাপ্তাই থানা পুলিশ এর সদস্যদের বিষয়টি অবহিত করলে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গৃহবধূর পরিবারের সদস্যরা এসে মৌমিতা তনচংগ্যার মরদেহ সনাক্ত করে উদ্ধার করেন।
এদিকে গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাইয়ে গৃহবধূর লাশটি উদ্ধার করি। লাশটিকে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে বলে ওসি জানান।
প্রসঙ্গত: রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন ৫নং ওয়ার্ডের বড় পাগলী পাড়ার পাগলি খালে খাল পার হতে গিয়ে গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় পাগলি ভাইজ্জাতলী এলাকার সুরেশ তনচংগ্যার সহধর্মিণী মৌমিতা তনচংগ্যা নিখোঁজ হন।
এই ব্যাপারে নিখোঁজ পরিবারের পক্ষ হতে তাঁর স্বামী সুরেশ তনচংগ্যা বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আড়াই টায় কাপ্তাই থানায় একটা নিখোঁজ ডায়েরি করেন।