শনিবার, মার্চ ২৫News That Matters

রাজস্থলীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শেয়ার করুন:

রাজস্থলী প্রতিনিধি।

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৮ মার্চ মঙ্গলবার সকালে রাজস্থলী উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ়্য র‌্যালি, নাটিকা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও রাঙামাটি জেলা পরিষদ এর নারী ও শিশু ক্ষমতায়ন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এই বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” দিবসের শুরুতেই তিন শতাধিক নারীর প্রানবন্ত উপস্থিতিতে একটি বর্ণাঢ়্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে উপজেলার উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শান্তনু কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর ছাত্তার, উপজেলা সমাজসেবা অফিসার জীয়া উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, রাঙামাটি জেলা পরিষদের নারী ও শিশু ক্ষমতায়ন প্রকল্পের রাজস্থলী উপজেলার এডুকেশন ফ্যাসিলিটেটর (ইউ.ই.এফ ) হাসারুন ত্রিপুরাসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রোগ্রামের নারী কর্মীদের পরিবেশনায় নারী জাগরণমূলক নাটক ও গান পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *