নিজের অপরের এবং দেব – মানুষ্যসহ সকল প্রানীর হিতসূখ, মঙ্গল, সমৃদ্ধি বিশ্বশান্তি ও দুঃখমুক্তি কামনার জুরাছড়ি সুবলং শাখা বন বিহারে কঠিন চীবর দান সম্পন্ন করা হয়েছে।
বিশাখার প্রবর্তিত ২৪ ঘন্টায় তুলা থেকে সুতা তৈরী করে ভিক্ষু সংর্ঘের উদ্দিশ্যে পরিধানের চীবর দান করা বৃহস্পতিবার বিকালে শুরু হয়। শুক্রবার বিকাল ২ টায় শোভাযাত্রার মাধ্যমে কঠিন চীবর মঞ্চে আনায়ন করা হয়। পরে পঞ্চম শীল গ্রহনের মাধ্যমে কঠিন চীবর ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দান উৎসর্গ করা হয়।
এ সময় বিশেষ প্রার্থনা পাঠ করেন বিহার পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষা অনুরাগী ধল কুমার চাকমা। পরে কৃতজ্ঞতা স্বরুপ বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রচারক চাকমা। এ সময় বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা প্রমূখ।
বিশেষ প্রর্থনায় বলা হয়, বাড়ীতে বাড়ীতে, সমাজে সমাজে, জাতিতে জাতিতে পারষ্পরিক বিশ্বাস, ভাতৃত্ববোধ ও অসাম্প্রদায়িক সুসম্পর্ক বিদ্যমান থাকে।
আরো বলা হয়, দান শীল ভাবনার মাধ্যমে সকল মিথ্যাদৃষ্টি, অজ্ঞাতা, অবিদ্যা ও তৃষ্ণা ক্ষয় লাভের কামনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান সাধন কুমার চাকমা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
পরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের পক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা বিহার উন্নয়ন ২ লক্ষ ৩০ হাজার টাকা প্রদান করেন।