রাঙামাটি জুরাছড়ি জোন এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের মধ্যে জোন কমান্ডার কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকাল ৫ টা ১৫ ঘটিকায়
যক্ষাবাজার আর্মি ক্যাম্প এ অনুষ্ঠিত অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন লেফটেনেন্ট কর্নেল রাশেদ হাসান সেজান, এসপিপি, পিএসসি, জোন কমান্ডার জুরাছড়ি জোন, মেজর মোহাম্মদ মুশফাক আমিন চৌধুরী, পিএসসি, উপ: অধিনায়ক, জুরাছড়ি জোন এবং অন্যান্য অফিসারগণ। এছাড়াও উপস্থিত ছিলেন বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, বিএনপির সভাপতি অনিল বরণ চাকমাসহ স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তি।
উক্ত অনুষ্ঠানে ৪০ জন বাঙ্গালী পরিবার এর প্রতিনিধি এবং ১৪ জন চাকমা প্রতিনিধি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়। এছাড়া জুরাছড়ি জোন এর আওতাধীন অন্যান্য ক্যাম্প এর আওতাধীন এলাকায় ৭১ টি পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করা হয়। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সর্বমোট ১৪১ জনকে জোন কমান্ডার কর্তৃক ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। সম্মানিত জোন কমান্ডার সকলের সাথে ইফতার অংশগ্রহণ এবং নামাজ এর মাধ্যমে আজকের অনুষ্ঠানটি শেষ করেন।