রাঙামাটি লংগদু উপজেলার মাইনীমুখ বাজারের সরকারি খাদ্যগুদামের চাউল অবৈধভাবে বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে লংগদু উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ২০২৩/২১ আইন ধারা বাজারে তিন ব্যবসায়ীকে নগদ অর্থদণ্ড করেছেন।
২৩ এপ্রিল (বুধবার) বিকাল সাড়ে তিনটায় উপজেলার মাইনীমুখ বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে দোকানে সরকারি খাদ্য গুদামের চাউল অবৈধ ভাবে বিক্রি ও গুদামজাত করণের দায়ে মেসার্স ইখওয়ান স্টোরের মালিক হাজী সামশুল হককে ২০২৩/২১ আইন ধারা ১৫,০০০/-(পনের হাজার) টাকা, মেসাস রহমত স্টোরকে ১০,০০০/- (দশ হাজার) মেসার্স কাদের স্টোরকে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেড ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন মাইনীমুখ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, পুলিশ ও আনসার বাহিনী সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ বলেন, সরকারি চাউল মজুদ ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। যদি কোনো ব্যাবসায়ী মজুদ বা ক্রয় বিক্রয় করেন তাহলে আমরা আইনি ব্যবস্থা নিবো এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।