পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে কাপ্তাই উপজেলার বিভিন্ন মসজিদের ১শত ৮৬ জন ইমাম, মুয়াজ্জিন ও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছে ভিজিএফ এর চাল।
রবিবার সকালে কাপ্তাই উপজেলা রেস্ট হাউস চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রতিজনকে ১০ কেজি করে চাল তুলে দেন।
এইসময় কাপ্তাই উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ উপস্থিত ছিলেন।