ব্যাংকিং খাতে নারীর অগ্রযাত্রা নিয়ে আইএফআইসি ব্যাংক নারীদের ব্যাংকিং আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে শহরের হ্যাপীর মোড়স্থ সেলিম মার্কেটের ৪র্থ তলায় আইএফআইসি রাঙামাটি কার্যালয়ের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাঙামাটি আইএফআইসি ব্যাংক কাঁঠালতলী শাখার ম্যানেজার ওমর শরীফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ ও সাবেক জাতীয় মানবাধিকার সদস্য নিরুপা দেওয়ান।
প্রধান অতিথি বলেন, নারীরা এখন সব সেক্টরে কাজ করছেন। ব্যাংক খাতে অনেক নারী বড় বড় দায়িত্বে আছেন। আইএফআইসি ব্যাংক রাঙামাটিতে নারীদের নিয়ে সফলতার সহিত এগিয়ে যাচ্ছে। তবে ব্যাংক সেক্টরে নারীদের সংপৃক্ততা আরো বাড়াতে ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ জানান তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, আইএফআইসি ব্যাংকের রিজার্ভ বাজার শাখার অফিসার ইনচার্জ রাজেশ্বর চাকমা, দেবাশীষ নগর শাখার অফিসার ইনচার্জ রিঝিম চাকমা, রাঙামাটি মহিলা চেম্বার অব কমার্স সভাপতি মনোয়ারা বেগম, ব্যাংক কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নারীরা আগে পিছিয়ে ছিল, এখন আর পিছিয়ে নেই। বলা যায় নারীরা পুরুষের তুলনায় অনেক এগিয়ে আছেন। নেতৃত্ব দেওয়া, অফিস প্রধান, নানা ক্ষেত্রে নারী উদ্যোক্তা সর্বোক্ষেত্রে নারী এগিয়ে। নারীরা পিছিয়ে আছে বলতে বলতে এখন সর্বক্ষেত্রে নারীরা এগিয়ে গেছেন।
নারী উদ্যোক্তাদের সফলতার কথা জানান, রোজিনা আক্তার, মনোয়ারা বেগম, ছুফিয়া বেগম ও লিলি মারমা বলেন, একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে সফল হিসেবে গড়ে তুলতে হলে প্রয়োজন সততা, নিষ্ঠা, যোগ্যতা, যোগাযোগ ও পুঁজি। অনলাইন এবং অফলাইনে আমরা কাজ করে থাকি। স্থানীয় ব্যাংকগুলো যদি উদ্যোক্তাদের আরো একটু সহায়তার হাত বাড়িয়ে দেয় তাহলে নারীরা আরো এগিয়ে যাবে।