বান্দরবান প্রতিনিধি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী পালন করেছে বান্দরবান সরকারি শিশু পরিবার।
বৃহষ্পতিবার দুপুরে কালাঘাটা সরকারি শিশু পরিবার কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে অনাথ শিশুদের জন্য ছিল বিশেষ খাবার আয়োজনের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানেরর আয়োজন করা হয়।
বিশেষ দিনে জমকালো আয়োজনে এসব শিশুরা আনন্দে মাতোহারা হয়ে উঠে। দিনের শেষে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় পুরষ্কার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা সমাজসেবা কার্যালয়ের কনভেনিং কমিটির সভাপতি তিং তিং ম্যা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক উর্বশী দেওয়ান, পৌরসভার সংরক্ষিত মহিলা সদস্য দীপিকা তঞ্চঙ্গ্যা, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক সত্যজিৎ মজুমদার।
পরে শিশু পরিবারের অনাথ শিশুদের নিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।