শনিবার, মার্চ ২৫News That Matters

দীঘিনালা ইউপিডিএফের আধা বেলা সড়ক অবরোধ চলছে

শেয়ার করুন:

 

দীঘিনালা প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউপিডিএফের ডাকা আধা বেলা সড়ক অবরোধ চলছে। এসময় স্থানীয় ইজিবাইক ছাড়া দূরপাল্লার যাত্রীবাহী ও পণ্যবাহী কোন গাড়ি চলাচল করতে দেখা যায়নি।

গত ১৯ মার্চ ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা ইউনিট ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় সভায় উক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে সংগঠনটি।

প্রেস বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ (প্রসীত) নেতা নবায়ন চাকমা মিলন সৌরভ আটকের পর মৃত্যুর ঘটনায় এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

২১ মার্চ খাগড়াছড়ি জেলা সকাল ৬ টা থেকে ১২ টা সড়ক অবরোধ থাকবে বলে জানানো হয়।

এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে নিহত সৌরভ চাকমার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে উক্ত শান্তিপূর্ণ অবরোধ সফল করতে বাস, ট্রাক, জীপ, সিএনজি, টমটম মালিক-চালক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

তবে বিজ্ঞপ্তিতে জরুরী ফায়ার সার্ভিস, এ্যমবুলেন্স ও শববাহী গাড়ি, জরুরী ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *