শনিবার , ২ আগস্ট ২০২৫ | ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ

শনিবার সকালে রাঙামাটিতে আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের গাছপালা নিধনে বন বিভাগও কিন্তু কোনো অংশে কম দায়ী না’ বলে মন্তব্য করেছেন তিনি।

‘পরিকল্পিত নবায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ শ্লোগান নিয়ে শহরের রাজবাড়ী জিমনেসিয়াম প্রাঙ্গণে আয়োজিত এ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের জৈষ্ঠ সচিব এমএ আকমল হোসেন আজাদ, রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মো. আবদুল আউয়াল সরকার, রাঙামাটি পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন ও সিভিল সার্জন ডাক্তার নূয়েন খীসা। স্বাগত বক্তব্য দেন পার্বত্য দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন।

এর আগে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিমনেসিয়াম প্রাঙ্গণ গিয়ে অনুষ্ঠানে মিলিত হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং পরে জিমনেসিয়াম চত্ত¡রে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপন করেন পার্বত্য উপদেষ্টাসহ অতিথিরা। মেলা চলবে ৮ আগষ্ট পর্যন্ত। মেলায় ২১টি স্টল বসানো হয়েছে। মেলায় গিয়ে গাছের চারা কিনে সংগ্রহ করে বৃক্ষরোপনে এগিয়ে আসার আহবান জানিয়েছে আয়োজক জেলা প্রশাসন ও পার্বত্য চট্টগ্রাম বন বিভাগ।

বন বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা সুপ্রদীপ বলেন, প্রকৃতির কাছে আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনোভাবে অপরাধী। কিন্তু পার্বত্য অঞ্চলের বন উজাড় নিয়ে আপানারা কোনোভাবেই দায় এড়াতে পারেন না। এখানে বন উজাড়ের ফলে জলবায়ুর মারাত্মক পরিবর্তন ঘটছে। আশি দশক পর্যন্ত পার্বত্য অঞ্চলে বন, গাছপালা, বনের পাশে নদীসহ সবকিছুর ভরপুর ছিল। বর্তমানে কিন্তু এ অঞ্চলে এসবের অবশিষ্ট আর খুব বেশি নেই। পার্বত্য অঞ্চলে আজকে বনের যে অবস্থা, তার জন্য অনেকটাই বন বিভাগ দায়ী সেখানে নতুন করে বনায়নের পদক্ষেপ নেওয়ার আহবান জানান তিনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: