‘আমার আঙিনায়-আমার কৃষি’ স্লোগানে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না এই আশানুরূপ ও নারীর ক্ষমতায়ন অংশ হিসাবে পারিবারিক খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণসহ চাহিদার অতিরিক্ত শাকসবজি বিক্রয়ের মাধ্যমে নারীদের আর্থসামজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক দীঘিনালা শাখায় ঋণ কর্মসূচী কার্যক্রম শুরু হ’য়েছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কৃষি ব্যাংক দীঘিনালা শাখার উদ্যোগে গ্রাহক সেবা উন্নয়ন মাস উপলক্ষে ‘আমার আঙিনায়-আমার কৃষি’ ঋণ কর্মসূচী উদ্বোধন করা হয়।
এদিকে একজন নারী ঋণগ্রহীতা বসতবাড়ির আঙিনায় চাষযোগ্য শাকসবজি উৎপাদন লক্ষ্যে সর্বনিম্ন ৫ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋনের মেয়াদ ৩ মাসের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত সেবা নিতে পারবেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, এসময় তিনি জানান নারী ক্ষমতায়ন অংশ হিসাবে আজকের ঋন কার্যক্রম উদ্বোধন করা হলো। আপনারা ঋণ নিয়ে স্বাবলম্বী হোন। স্মার্ট বাংলাদেশ গড়তে অংশীদার হোন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক দীঘিনালা শাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংকর চাকমা ও ঋণ গ্রাহক প্রমুখ্যা।