রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকাধীন, কেপিএম মার্কেট এলাকায় আগুন লেগে একটি ফার্ণিচার দোকান এবং একটি বেডিং দোকান সম্পুর্ণ ভস্মীভূত হয়ে যায়। এলাকাবাসীর সহায়তায় আগুন লাগার ৩০ মিনিট এর মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসলেও এই ঘটনায় মো: শাহাদাত হোসেন এর ফার্নিচার দোকান এবং মো: রফিকুল ইসলাম এর ঘর ও বেডিং এর দোকান পুড়ে যায়।
রবিবার (১৫ ডিসেম্বর) রাত ৮ টা ৪০ মিনিট এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন।
এই ইউপি চেয়ারম্যান এবং এলাকাবাসী জানান বৈদ্যুতিক বাতির শট সার্কিট হতে আগুনের সূত্রপাত হতে পারে।
এই ঘটনায় ২ টি দোকানের আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত দোকানদাররা।