আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রায় দুদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে জেলা সমন্বয় দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় রাঙামাটিস্থ বনরুপা আল আমিন ইসলামি ফাজিল মাদ্রায় রাঙামাটির সুনামধন্য প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ‘সামাজিক আন্দোলই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের এক মাত্র উপায়’। পক্ষে ও বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল আলম ছিদ্দিকী। দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, উচ্চ মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রতন চাকমা,বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ ও শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অংশগ্রহনকারী শিক্ষার্থীরা।
চ্যাম্পিয়ন হয়েছে, শাহ বহুমূখি উচ্চ বিদ্যালয় থেকে অংশ গ্রহনকারী শিক্ষার্থীরা। বিজয়ী ও অংশগ্রহনকারী দল সমূহের মধ্যে পুরস্কার ওসাটিফিকেট বিতরণ করেন জেলা দুর্নীতি দমন কমিশন দুদক উপ পরিচালকের পক্ষে সহকারী পরিচালক ও অন্যান্য মেহমানবৃন্দ।