‘মেধারা আলো বিকাশিত হোক একবিংশ শতাব্দীর ছাত্র রাজনীতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য আনন্দ মিছিলের। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙামাটি সরকারি কলেজ শাখার উদ্যোগে এ আয়োজনে কলেজ প্রাঙ্গণ পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজিত মিছিলে বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল শুরুর আগে নবীনদের কলেজ ক্যাম্পাসে বরণ করে নেওয়া হয়।
এসময় মিছিলে নেতৃত্ব দেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোরশেদ ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শাকিল। এছাড়াও উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাইম, সহ-সভাপতি আবু আবরার আলভি, ইলেন বড়ুয়া, তানভির হোসেন মাহি, যুন্ম-সম্পাদক ইমরান হোসেন অপু, রবিউল হাসান, দপ্তর সম্পাদক পাবেল, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, ছাত্ররাজনীতির মূল চালিকা শক্তি হবে জ্ঞান, মেধা ও সৃজনশীলতা। নতুন প্রজন্মকে মুক্তচিন্তা, গণতান্ত্রিক মূল্যবোধ ও নেতৃত্বের চর্চায় উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। শিক্ষা-সংস্কৃতি চর্চার পাশাপাশি সুস্থ ও গঠনমূলক ছাত্ররাজনীতি গড়ে তোলার অঙ্গীকার নিয়েই এ আয়োজন। একইসাথে তারা আশাব্যক্ত করেন নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী দিনে কলেজ প্রাঙ্গণ আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
শিক্ষার্থীরা মনে করেন, এ ধরনের আয়োজন নবীনদের আত্মবিশ্বাস জোগাবে এবং কলেজ প্রাঙ্গণে শিক্ষার পাশাপাশি ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করবে এবং সুস্থ রাজনীতির পরিবেশ গড়ে তুলবে।