কক্সবাজার শহরের কলাতলী সংলগ্ন উত্তরণ আবাসিক এলাকা থেকে রঞ্জন চাকমা নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ধর্ষণ ও হত্যার অভিযোগে স্থানীয়রা ঘাতক বীরেল চাকমা কে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ঘটনাটি ঘটেছে রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ও ঘাতক চাকমা দু’জনই রাঙ্গামাটি থেকে এসে কক্সবাজারে বসবাস করছিলেন এবং স্থানীয় সুপারি বাগানে শ্রমিকের কাজ করতেন। পাশাপাশি বাস করায় তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক ছিল।
ওসি জানান, “ঘাতক মদ্যপ অবস্থায় ছিলেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ধর্ষণের আলামত থাকায় ভুক্তভোগী নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, চাকমা নারী ভাড়া থাকতেন তাদের পাশেই। হঠাৎ তার চিৎকারে বের হয়ে এসে দেখেন, তিনি রক্তাক্ত অবস্থায় কাঁদছেন এবং তার স্বামীর মরদেহ পড়ে আছে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ঘাতককে আটক করে পুলিশের হাতে দেন।