সারা দেশের ন্যায় বিলাইছড়ি উপজেলাতেও বর্ণিল আয়োজনে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার ( ২৩ জুন) সকাল ১০:০০ টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এক সভা আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন -উপজেলা আওয়ামী যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং নারী ভাইস চেয়ারম্যান সুদীপ্তা তঞ্চঙ্গ্যা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রামাচরণ মার্মা, সুকুমার চক্রবর্তী এবং বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।
এছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম শাহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সুভাশীষ কর, প্রখর কান্তি চাকমা, দপ্তর সম্পাদক প্রদীপ দাশ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজুর রহমান (বাবলু রানা),উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনন্দ তঞ্চঙ্গ্যা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা অনুভা তঞ্চঙ্গ্যা, উপজেলা ছাত্র লীগের সভাপতি উষামং মার্মা, উপজেলা কৃষক লীগের সম্পাদক সাগর চাকমা,২ নং কেংড়াছড়ি ইউনিয়ন শাখার সভাপতি আবুল কালাম এবং ১ নং বিলাইছড়ি ইউনিয়ন শাখার সভাপতি উৎপল মার্মাসহ অন্যান্য নেতা – নেতৃবৃন্দরা।
এর আগে দিবসটি উপলক্ষে সকাল ৯:০০ টায় আওয়ামী লীগের নিজ কার্যালয় হতে একটি র্যাালি বের করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,বৃক্ষ রোপণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে দিবসটি সূচনা করে।এবং পরে কেক কাটা হয়।দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সকল নেতা এবং নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা যায়।
বক্তারা, ১৯৪৯ সালে ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা হলে ৭৫ বছরে ১৯৭১ সনে একটি স্বাধীন বাংলাদেশ উপহার এবং পরে শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, আবকাঠামো উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ গড়া ও ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অবদান এবং প্রত্যয়ের কথা ব্যক্ত করেন।