তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে রাঙামাটিতে ১০দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১ মার্চ পর্যন্ত।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় বিসিক রাঙামাটি জেলা কার্যালয় প্রাঙ্গনে এই মেলার উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও বিসিক রাঙামাটির যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। মেলায় অংশ নিয়েছে ৫০টি স্টল। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এই মেলা। মেলায় বিশেষ ভাবে স্থান পেয়েছে মৃৎশিল্প, হস্তশিল্প, গৃহস্থালি পণ্য, হাতে তৈরি গহনা ও তৈরি পোশাক।
উদ্বোধনকে কেন্দ্র করে বিসিক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিসিক রাঙামাটি জেলার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ইসমাঈল হোসেনের সভাপতিত্বে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য এডভোকেট লুৎফুন্নেসা বেগম ঝিমী। বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মু. শিবলী নোমান, জেলা পরিষদ সদস্য হাবীব আজম, সদস্য রাঙাবী তঞ্চঙ্গ্যা, সদস্য বরুন বিকাশ দেওয়ান, সদস্য বাদল দাশ, সদস্য বৈশালী রায় প্রমুখ। উদ্যোক্তাদের মধ্য বক্তব্য রাখেন কংকনা চাকমা, মনোয়ারা বেগম।