কক্সবাজারের ঈদগাঁওয়ে সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নির্বাচন জাঁকজমক পুর্নভাবে সম্পন্ন হয়েছে।২ আগষ্ট (শনিবার) মার্কেটের নিচ তলায় সকাল ১০ টা থেকে ভোট গ্রহন শুরু করে বিকেল নাগাদ ভোট গ্রহন করা হয়।
প্রিজাইডিং অফিসার, প্রধান শিক্ষক মনজুর আলম জানান, সমিতির প্রায় দেড় শতাধিক ভোটার রয়েছে। ৭ টি পদের বিপরীতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দারুন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
ভোট গ্রহন উপলক্ষে এদিন বিকেল পর্যন্ত শপিং কমপ্লেক্স ব্যবসায়ীদের দোকান বন্ধ ছিল। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে ছিলেন মোঃ কাওসার, পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেছেন তৈয়ব তাহের ও প্রিজাইংডিং অফিসার হিসাবে ছিলেন প্রধান শিক্ষক মনজুর আলম।
সমিতির সদস্যদের গোপন ব্যালটে সভাপতি নির্বাচিত হয়েছেন (চেয়ার প্রতীক) নিয়ে জমির উদ্দীন সওদাগর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন (চশমা মার্কা) শাহজান মনির। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মনজুর আলম, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সহ সাধারন সম্পাদক আহমদ, প্রচার ও প্রকাশনা মোঃ আরমান নির্বাচিত হয়েছেন।
সুষ্ঠুভাবে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করেন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। এদিকে স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিগণ ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন।