মঙ্গলবার , ৯ মে ২০২৩ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও অপরাধ
  3. উন্নয়ন খবর
  4. এক্সক্লুসিভ
  5. এনজিও
  6. করোনা আপডেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্রীড়া ও সংস্কৃতি
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. খাগড়াছড়ি
  11. খোলা জানালা
  12. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  13. জাতীয়
  14. দুর্ঘটনা
  15. পর্যটন

জুরাছড়িতে কিটনাশক যুক্ত মশারি বিতরণ

প্রতিবেদক
প্রতিনিধি, জুরাছড়ি, রাঙামাটি
মে ৯, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ

পাহাড় থেকে ম্যারেরিয়া নির্মূল করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।

স্বাস্থ্য বিভাগের কিটনাশক যুক্ত মশারী দিয়ে ছড়ায় মাছ ধরা, ধান কিংবা আদা হলুদ মজুদ করা এসব অচেতনতা মূলক কার্যক্রম থেকে প্রান্তিক পর্যায়ে বসবাসরতদের মানসিক ভাবে বের হয়ে আসতে হবে।

মঙ্গলবার (৯ মে) রাঙামাটি জুরাছড়ি উপজেলায় স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক ম্যালেরিয়া নির্মূল কর্মসূচী উদ্যোগে দরিদ্র গর্ভবতী মা, বৃদ্ধদের কিটনাশক যুক্ত মশারী বিনা মূল্যে বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা এ কথা বলেন।
বনযোগীছড়া ইউনিয়নের রাস্তা মাথা মডেল পাড়া কেন্দ্রে মশারী বিতরণী সভায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নূরজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা উপস্থিত ছিলেন।
শুরুতেই ব্র্যাক ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর উপজেলা ব্যবস্থাপক তপন চাকমা কিটনাশক যুক্ত মশারী ব্যবহার বিধি বিষয়ে আলোচনা করেন।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমা বলেন, জুরাছড়ি উপজেলায় ২৩ হাজার ২০৪ টি বিনা মূল্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাধ্যমে বিতরণ করা হবে। তবে বিশেষ গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে দুর্গম এলাকায় বেশি করে ম্যালেরিয়া শনাক্ত হচ্ছে।
ব্র্যাক ম্যালেরিয়া নির্মূল কর্মসূচী উপজেলা ব্যবস্থাপক তপন চাকমা বলেন, বৃষ্টি শুরু হলেই মশার উপদ্রব বেরে যায়। আর তখন ম্যালেরিয়া আক্রান্ত বেরে যায়। তাই বৃষ্টি হওয়ার আগেই প্রান্তিক পর্যায়ে কিটনাশক যুক্ত মশারী ঘরে ঘরে পৌঁছে দিতে ব্র্যাক কর্মীরা মাঠ পর্যায়ে নিবেদিত ভাবে কাজ করছে।

সর্বশেষ - আইন ও অপরাধ